শাবিপ্রবির আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত

ইবাংলা ডেস্ক

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আমরণ অনশনের ১৪৭ ঘণ্টা পার হলেও ফলপ্রসূ সিদ্ধান্ত না আসায় অনশন ভাঙতে পারেন বলে জানিয়েছেন আন্দোলনরত একদল শিক্ষার্থী। তবে একই দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।

Islami Bank

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটে কর্মসূচি শুরুর সপ্তম দিনে তারা এ ঘোষণা দেন। এর আগে আন্দোলনরতদের একটি দল একই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান।

অনশনকারী শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার আবেদিন। তারা উপাচার্য বিরোধী আন্দোলন চলবে বলে শপথও নেন। শিক্ষার্থীদের এই শপথ পড়ান মোহাইমিনুল বাশার রাজ।

one pherma

উল্লেখ্য, শাবি শিক্ষার্থীদের আন্দোলনের শুরু ১৩ জানুয়ারি। রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী।

ইবাংলা /এইচ/ ২৫ জানুয়ারি, ২০২২

Contact Us