করোনায় মৃত্যু ১৭, শনাক্ত সাড়ে পনের হাজার

ইবাংলা ডেস্ক

অতিমারি করোনাভাইরাসে দেশে গত একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজকে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জন।

Islami Bank

এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৪ শতাংশে।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (২৫ জানুয়ারি) ১৮ জনের মৃত্যু এবং ১৬ হাজার ৩৩ জন শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করেছিলো স্বাস্থ্য অধিদফতর।

one pherma

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ২৭৫টি। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৪ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
ইবাংলা/ ই/ ২৬ জানুয়ারি,২০২২

Contact Us