শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত সভাপতি) চলতি দায়িত্ব থেকে নূর কুতুব আলম মান্নানকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে এই এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি চলতি দায়িত্ব পালন করবেন প্রবীন শ্রমিক নেতা সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফায়েল আহমেদ।

Islami Bank

সংগঠনের সাধারণ সম্পাদক আজম খসরু বুধবার (২৫ জানুয়ারি) দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি,বর্ষীয়ান নেতা রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহমেদকে (ভারপ্রাপ্ত সভাপতি) মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেএী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় শ্রমিক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা কমিটির সদস্য মো: মহিন উদ্দিন ভূঁইয়া, পল্লবী থানা কমিটির সভাপতি গোলাম রাব্বনী রায়হান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা শুভেচ্ছাসহ নিরন্তর অভিনন্দন জানিয়েছেন।

one pherma

এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জাতীয় শ্রমিক লীগের জেলা শাখা ও ট্রেড ইউনিয়নভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা শ্রমিক লীগ নেতা কর্মীরা নতুন দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) সভাপতিকে শুভেচ্ছা জানানো হয়।

দলীয় সূত্রে জানাগেছে, (ভারপ্রাপ্ত) সভাপতি নুর-কুতুব আলম মান্নান, খানঁ সিরাজুল ইসলাম, বিএম জাফর ও ফজলুল হককে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

ইবাংলা/ ই/ ২৬ জানুয়ারি,২০২২

Contact Us