মমেক হাসপাতালে চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

বিশ্বজুড়ে বেড়েই চলছে করোনায় মৃত্যু ও শনাক্ত। এরই ধারবাহিকতায় গত একদিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

Islami Bank

মৃত্যু ৫ জনের মধ্যে জাহেদুল ইসলাম (৬১) নামে একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয় গেছে। করোনা উপসর্গে মারা গেছেন আরো চারজন। তারা হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মিম (১৮), জামালপুরের মো. হালিম (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার সামাদ (৫৫), এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার আশালতা সরকার (৬৮)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।

করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, ১০ জন নতুন ভর্তিসহ ৮৬ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

one pherma

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৭টি জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।

ইবাংলা/ ই/ ২৯ জানুয়ারি, ২০২২

Contact Us