পাল্টা আইনি নোটিশ পাঠালেন জায়েদ খান
ইবাংলা বিনোদন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক থামছেই না। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন ইলিয়াস কাঞ্চন, আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। তবে জায়েদ খান অনিয়ম করে নির্বাচনে জয়লাভ করেছেন বলে অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণের। জায়েদের বিরুদ্ধে কিছু প্রমাণও তিনি সামনে এনেছেন। যদিও জায়েদ খান সেগুলোকে বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্বাচনী জটিলতা নিরসনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনের আপিল বোর্ডকে। তাই ৫ ফেব্রুয়ারি, শনিবার একটি বৈঠক ডেকেছে আপিল বোর্ড। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে জায়েদ খানকেও। এজন্য দেওয়া হয়েছে চিঠি। তবে এই চিঠি পেয়ে ক্ষিপ্ত হয়েছেন জায়েদ। তিনি উল্টো আইনি নোটিশ পাঠিয়েছেন আপিল বোর্ড ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে।
আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকে নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জায়েদ খান।
ইবাংলা/ এইচ/ ৪ ফেব্রুয়ারি, ২০২২