বয়সে ছোট পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট নারীরা!

লাইফস্টাইল ডেস্ক

একটা বয়সের পর থেকে প্রত্যেকটি মানুষ অন্য একজন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ অনুভব করেন। যে আকর্ষণ প্রেম বা ভালোবাসার সূচনা ঘটায়। নিশ্চয়ই জানেন, প্রেমের কোনো নির্দিষ্ট বয়স নেই। নেই কোনো ছকবাঁধা নিয়ম। মানুষ যে কোনো বয়সেই প্রেমে পড়তে পারেন।

Islami Bank

তবে প্রেমে পড়ার ক্ষেত্রে নিজস্ব কিছু পছন্দ আর অপছন্দ থাকেই। সাম্প্রতিকতম এক সমীক্ষা বলছে, মধ্যবর্তী বয়সে দাঁড়িয়ে একঘেয়েমি দূর করতে পরকীয়া সম্পর্কে জড়ান নারীরা। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ বয়সে ছোট পুরুষ সঙ্গী।

একঘেয়েমি দূর করাই মূল লক্ষ্য নয়। জীবনের ফেলে আসা দিনগুলোতে পৌঁছে যেতেই কম বয়সী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান তারা। ৪০ বছর ছুঁইছুঁই বয়সী নারীদের এই মানসিকতার পেছনে আরো কিছু কারণ ব্যখ্যা করা হয়েছে সমীক্ষায়।

চলুন জেনে নেয়া যাক সেগুলো সম্পর্কে-

>> কম বয়সী পুরুষের শারীরিক গঠন এবং ব্যক্তিত্ব আকৃষ্ট করে বয়সে বড় নারীদের।

one pherma

>> শুধু মানসিক চাপ দূর করতেই না, শারীরিক সম্পর্কও এখানে নারীদের ক্ষেত্রে একটি বিষয়।

>> বয়সে ছোট পুরুষের উদ্দীপনা ভীষণ পছন্দ করেন নারীরা। সাময়িকভাবে জড়িত হলেও, এমন ব্যক্তিত্বের পুরুষ পছন্দ বয়সে বড় নারীদের।

>> আত্মবিশ্বাস বাড়াতে বয়সে ছোট পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত হন অনেকে। বয়সের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের সঙ্গীকে সন্তুষ্ট করতে পারার আনন্দ ভোগ করেন তারা।

ইবাংলা/ নাঈম/ ০৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us