বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে আরও ২ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাটে আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় আরও দুই জেলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের দুবলা জেলেপল্লী টহল-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহলাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ওই ঘটনায় ৭ জেলের মরদেহ উদ্ধার হলো। তবে এখনও প্রায় ৮ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দুবলার চরে মাছ আহরণকারীরা।

Islami Bank

উদ্ধারকৃত মৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিনের ছেলে রুহল হাওলাদার ও একই গ্রামের সৈয়দ মল্লিকের ছেলে শহিদুল মল্লিক।

one pherma

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে সাগরে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলার শুকটিপল্লী এবং উপকূলীয় এলাকার প্রায় ১৮টি ট্রলার ডুবে যায়। পরে গত শনিবার পর্যন্ত ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড়-শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা।সুন্দরবনের দুবলা জেলেপল্লী টহল-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহলাদ চন্দ্র রায় বলেন, দুপুরে দুবলার চরের অদূরে দুটি মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে জেলেরা।

ইবাংলা/ নাঈম/ ০৮ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us