Mental Health Awareness’ শীর্ষক ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত

রিসাত রহমান, জবি প্রতিনিধি

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট (আইএমএল) এর শিক্ষার্থীদের জন্য ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা’ শীর্ষক একটি ভার্চুয়াল সেশনের আয়োজন করা হয়।

Islami Bank

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইএমএল’র সহকারী অধ্যাপক মোঃ নিয়াজ আলমগীর। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং কাউন্সিলিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএমএল’র পরিচালক ও সহযোগী অধ্যাপক খন্দকার মোন্তাসির হাসান, সাবেক পরিচালক ও জবি ছাত্রীহলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, সহযোগী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, প্রভাষক সুরাইয়া আক্তার সুমনা এবং প্রভাষক বেনজীর এলাহি মুন্নী।

প্রায় ২ ঘণ্টার ভার্চুয়াল সেশনে আধুনিক ভাষা ইন্সটিটিউটের (আইএমএল) প্রায় সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ ও সচেতনতামূলক বার্তা প্রেরণ করেন অধ্যাপক ড. নূর মোহাম্মদ। এছাড়াও তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পান।

শত ব্যস্ততার মাঝেও এরূপ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি সেশন নেওয়ার জন্য অধ্যাপক ড. নূর মোহাম্মদকে কৃতজ্ঞতা জানান, আধুনিক ভাষা ইনস্টিটিউট এর পরিচালক সহযোগী অধ্যাপক খন্দকার মোন্তসির হাসান।

one pherma

অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, আপনাদের যেকোনো সমস্যায় আমাকে পাশে পাবেন। যদি কেউ কাউন্সিলিং করতে চান, বিনামূল্যে করতে পারবেন।

উল্লেখ্য আইএমএল শিক্ষার্থীদের জন্য এর আগে ‘হেলথ এন্ড হাইজিন’ এবং ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ দুটি ভার্চুয়াল সেশনের আয়োজন করেছিল। এরই ধারাবাহিকতায় এটি ৩য় সেশন ছিল। পরবর্তীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী অধ্যাপক মোঃ নিয়াজ আলমগীর।

ইবাংলা/ এইচ/ ৯ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us