শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতি পূর্ণ আস্থা রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন আপাতত প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। সবদিক বিবেচনায় তারা আপাতত আন্দোলন প্রত্যাহার করে দাবি পূরণের জন্য অপেক্ষা করবেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তারা আন্দোলন প্রত্যাহার করার কথা জানান। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনরতদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ।
তারা জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তার প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।’
আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে ক্লাস-পরীক্ষায় সবাইকে অংশ নেয়ার কথা জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরো জানান, আমাদের প্রথম দাবি ছিল উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগ। শিক্ষামন্ত্রী এই বিষয়টি আচার্যের কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। আমরা আশা করছি, আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।
শিক্ষার্থীদের ওপর মামলার বিষয়ে তারা জানান, মামলার বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবগত করা হয়েছে, তিনি মামলা দুটি অতি দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে জানিয়েছেন।
‘এছাড়া বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মোবাইল সিম ও মোবাইল ব্যাংকিং বন্ধ থাকার বিষয়টিও আগামী ৩-৪ দিনের মধ্যে সচল করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।’
ইবাংলা/ এইচ/ ১২ ফেব্রুয়ারি, ২০২২