শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন না শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বের অন্যান্য দেশের মতো দেশেও হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। এমন পরিস্থিতিতে আগের মতো এবারও দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে কি না, এমন বিষয়ে ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Islami Bank

এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছেন না বলে জানিয়েছেন তিনি। রোববার (১৬ জানুয়ারি) সাভারের পোস্টাল ট্রেনিং সেন্টারে (পিটিসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ বিষয়ে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।’

one pherma

তিনি আরও বলেন, ‘আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শক কমিটির সঙ্গেও যোগাযোগ রাখছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনও ভাবছি না। যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখা হবে।’

ইবাংলা/ নাঈম/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us