প্রধানমন্ত্রীর উপহার পেলো তৃতীয় লিঙ্গের দু’জন

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেলেন তৃতীয় লিঙ্গের দুই হিজড়া সম্প্রদায়। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে উপহার হিসেবে তাদের ছাগল প্রদান করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এছাড়াও পর্যায়ক্রমে জেলার আরও ৩০জন তৃতীয় লিঙ্গের হিজড়াদের দেওয়া হবে সরকারি ঘর।

Islami Bank

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, সমাজের অবহেলিত এই তৃতীয় লিঙ্গের গোষ্ঠী তারা কারও কোন সহযোগিতা পায় না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের স্বচ্ছলতার জন্য ছাগল বিতরণ করা হয়। এছাড়াও গৃহহীন তৃতীয় লিঙ্গদের প্রত্যেকে বসত ঘর পাবেন।

one pherma

এছাড়াও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন, জেলা সমাজ অধিদপ্তরের উপপরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, সহকারী কমিশনার মেহেদী।

ইবাংলা/ এইচ/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us