এইচএসসি পাশ করলেন পূজা ও দীঘি 

তাসিন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার (১৩ ফেব্রুয়ারি)। এবারের পরীক্ষায় অংশ নিয়ে এসএসসি উত্তীর্ণ হয়েছে দুই কিশোরী অভিনেত্রী পূজা চেরি ও ও প্রার্থনা ফারদিন দীঘি।

Islami Bank

সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন পূজা চেরি এবং স্ট্যামফোর্ড কলেজ থেকে অংশ নেন প্রার্থনা ফারদিন দীঘি। পূজা পেয়েছেন জিপিএ ৪.০৮ এবং দীঘি পেয়েছেন ৩.৭৫।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পূজা মিডিয়াকে বলেন, রেজাল্টের আগে বেশ ভয়ে ছিলাম। শুটিংয়ের পরও পরীক্ষা দিতে পেরেছি; তাই এই ফলেই আমি খুশি। পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে।

দীঘির বাবা অভিনেতা সুব্রত মেয়ের এসএসসি পাস প্রসঙ্গে বলেন, মেয়ের ফলে আমি খুশি। ইংরেজি ভার্সনে অন্যাদের মতো রেজাল্ট করা একটু কঠিন। তবে ও অংকে আরেকটু ভালো করলে রেজাল্ট আরও ভালো হত।

one pherma

অপরদিকে, পূজা বলেন, ‘পরীক্ষার আগে টানা শুটিং করেছি। শুটিং শেষে পরীক্ষায় অংশ নিয়েছি। স্বাভাবিকভাবে এই ফলে আমার সন্তুষ্ট থাকা উচিত। বাবা-মা, পরিবারের সবাই খুশি। আমিও খুশি, কিন্তু মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’

পূজা চেরি এখন অভিনয়ে ব্যস্ত সময় পার করছে। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ‘নূরজাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রে আবির্ভূত হয় সে নায়িকা রূপে।

ইবাংলা/ এইচ/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us