মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত হতে ২৩৩ গ্রাম ৮৫ পুরিয়া হেরোইন, ৮ হাজার ১০৬ পিস ইয়াবা, ২৪ কেজি ১৮৫ গ্রাম ৫৪০ পুরিয়া গাঁজা, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪৫ ফেনসিডিল জব্দ করা হয়। ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রাজধানীর মতিঝিল মডেল থানা এলাকা থেকে সাত হাজার ইয়াবাসহ মো. বেলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির ওয়ারী বিভাগ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার মধ্য রাতে বিশেষ অভিযান চালিয়ে মতিঝিল মডেল থানার ১২ ডিআইটি রোড, ফকিরাপুলে হোটেল প্রবাস লিমিটেডের সামনে থেকে সাত হাজার ইয়াবাসহ বেলালকে আটক করা হয়।তিনি আরও জানান, আটক বেলাল ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন।

ইবাংলা/ নাঈম/ ১৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us