নীল জলে নাস্তা সারলেন মিম

বিনোদন ডেস্ক

ছয় বছর আগে পরিচয়, বন্ধুত্ব তারপর প্রেম। দীর্ঘসময় বোঝাপড়া শেষে বিয়ের সিদ্ধান্ত। এখন একসঙ্গে হাজার দ্বীপের দেশ মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে একান্তে সময় কাটাচ্ছেন নবদম্পতি বিদ্যা সিনহা মিম ও সনি পোদ্দার। বিবাহোত্তর অবকাশ যাপনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তারা ঢাকা ছেড়েছেন। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করছেন নায়িকা। ছবিগুলো মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল।

Islami Bank

ছবিতে দেখা যাচ্ছে- সুইমিং পুলের নীল পানিতে নেমে নাস্তা করছেন মিম। সঙ্গে আছেন স্বামী সনি। নানান ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন নায়িকা। তার পরনে ছিলো রংধনুর আবেশ ছড়ানো সুইমস্যুট।

ব্যক্তিগত জীবনে ছয় বছর লুকিয়ে প্রেম করার পর গত বছরের ১০ নভেম্বর বাগদান করেন মিম ও সনি। সে সময়ই প্রথম তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। দু’মাস যেতে না যেতেই নতুন বছরের শুরুতে বিয়ের পর্ব সারেন তারা। তবে করোনা পরিস্থিতির কারণে খুব বেশি বড় আয়োজন করে অনুষ্ঠান করতে পারেননি। এমনকি আটকে ছিল তাদের মধুচন্দ্রিমা। অবশেষে তারা গিয়েছেন।

one pherma

য়েছেন।

ইবাংলা/ নাঈম/ ১৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us