নিজেদের মাঠে ঐতিহাসিক ম্যাচকে রাঙিয়ে রাখলো বসুন্ধরা কিংস। পুলিশ ফুটবলকে উড়িয়ে দিল চ্যাম্পিয়নরা।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা এরিনায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে বসুন্ধরা। জোড়া গোল করে জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ও দলটির অধিনায়ক রবসন দ্য সিলভা। অন্য গোলটি করেছেন নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে।
প্রথমার্ধ গোলশূন্য। ৬৫ মিনিট পর্যন্ত যখন গোলের দেখা নেই তখন কিছুটা নীরব কিংসের গ্যালারি। তবে শেষ ২৪ মিনিটে তিন তিনটি গোল দিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা সহজ জয়ে রাঙিয়েছে তাদের ঐতিহাসিক ম্যাচটি।
৬৬ মিনিটে মাহদি ইউসুফ খানের কাটব্যাক থেকে রবসনের কোনাকুনি ভলিতে কাঁপে পুলিশের জাল। ১১ মিনিট পর পেনাল্টি পেলে ব্যবধান দ্বিগুন করেন সেই রবসন। যদিও পেনাল্টি নিয়ে প্রশ্ন আছে। মাহদি বল নিয়ে বক্সে ঢুকলে তাকে আটকানোর চেষ্টা করেন ব্রাজিলিয়ান দানিলো। কিন্তু মাহদি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে রেফারি আনিসুর রহমান সাগর পেনাল্টির বাঁশি বাজান। পুলিশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও আমলে নেননি রেফারি। রবসনের লক্ষ্যভেদের পরও আরেক দফা রেফারিকে ঘিরে ধরে পুলিশের খেলোয়াড়রা।
কিংসের তৃতীয় গোলের উৎসও ছিলেন মাহদি ইউসুফ খান। ৮৭ মিনিটে মাহদির বাড়ানো বল ধরে কিংসলে কাঁপিয়ে দেন পুলিশের জাল। শেষ পর্যন্ত ওই তিন গোলের জয়েই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস। বিতর্কিত পেনাল্টির জেরে ম্যাচ শেষেও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।
জোড়া গোলের আগে ব্রাজিলিয়ান রবসনের একটা সুযোগ নষ্ট হয়েছিল। প্রথমার্ধের ইনজুরি সময়ে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন রবসন। বল গোলরক্ষককে পরাস্ত করলেও বাইরে চলে যায় ক্রসবারে লেগে। চার ম্যাচে তৃতীয় জয়ে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৯ পয়েন্ট। এ ম্যাচের পর কিংস ওঠে পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব যদি রহমতগঞ্জকে হারিয়ে দেয় তাহলে শীর্ষস্থান হারাবে কিংস।
ইবাংলা/ নাঈম/ ১৭ ফেব্রুয়ারি, ২০২২