গার্ড অব অনার পেয়ে বাংলাদেশে আসছেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এই সিরিজে অংশ নিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে বাংলাদেশে পা রাখতে চলেছেন রশিদ খান। এর আগে গার্ড অব অনার পেয়েছেন তিনি।

Islami Bank

চলমান পিএসএলে দারুণ পারফরম্যান্স করেছেন রশিদ। আর তাই যেন দল ছাড়ার আগে তারকা এই লেগ স্পিনারকে গার্ড অব অনার দিয়েছেন তার সতীর্থরা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আসরে নিজের শেষ ম্যাচ খেলে মাঠ ছাড়ার সময় সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন এই লেগস্পিনার।

মাঠ ছাড়ার সময় দুই পাশে দাঁড়িয়ে সতীর্থরা রশিদকে মাঠ থেকে বের হওয়ার সুযোগ করে দেন, জানান বিদায় সংবর্ধনা। সপ্তম পিএসএলে রশিদের বিদায়ী ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে ৬৬ রানের দাপুটে জয় পেয়েছে লাহোর। বল হাতে মাত্র ১৯ রানের খরচায় ২ উইকেট শিকার করে দলের জয়ে বড় অবদান রেখেছেন রশিদ।

one pherma

রশিদের এবারের পিএসএল বেশ ভালোই কেটেছে। আঁটসাঁট বোলিংয়ের পাশাপাশি ৯ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট। সর্বশেষ ম্যাচের আগের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাত্র ১৭ রানের খরচায় শিকার করেন ৪ উইকেট। রশিদের এই ফর্ম দুশ্চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য।

ইবাংলা/এইচ/ ২০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us