করোনায় আক্রান্ত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ

ইবাংলা ডেস্ক

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ৯৫ বছর বয়সী রানীর করোনা টেস্ট পজিটিভ হয়েছে এবং তিনি ‘হালকা ঠাণ্ডার মতো লক্ষণ’ অনুভব করছেন। তবে চলতি সপ্তাহে ‘হালকা দায়িত্ব’ পালন করে যাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

Islami Bank

গত সপ্তাহে রানীর বড় ছেলে এবং ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস এর স্ত্রী ক্যামিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগে প্রিন্স চার্লস নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে গত সপ্তাহেই সাক্ষাৎ করেছিলেন রানী। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

এর আগে ২০২০ সালের মার্চে প্রথমবার করোনায় আক্রান্ত হন প্রিন্স চার্লস। তার কিছুদিন পরই তার ছেলে প্রিন্স উইলিয়ামও কভিড সংক্রমিত হন। তবে সেসময় রানী করোনায় আক্রান্ত হননি।

one pherma

বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘসময় ধরে রাজ সিংহাসনে থাকা ব্রিটিশ রানীর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয় গত বছরের অক্টোবরে অজ্ঞাত অসুস্থতায় হাসপাতালে এক রাত কাটানোর পর। পরে হাসপাতালের চিকিৎসকরা ব্রিটিশ এই রানীকে বিশ্রামের পরামর্শ দেন।

ব্রিটিশ রানীই প্রথম, যিনি ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করছেন। গত ৬ ফেব্রুয়ারি তার ক্ষমতায় আরোহণের সাত দশক পূর্তি হয়েছে। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে এলিজাবেথের রাজত্বের শুরু হয়েছিল।

ব্রিটিশ এই রানীর রাজত্বের সময়কালে ব্রিটেনে ১৪ জন প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব পালন করেছেন।

ইবাংলা/এইচ/ ২০ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us