রাশিয়ার বিরুদ্ধে ‘নতুন নিষেধাজ্ঞা’ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় তারা মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

ইউক্রেনের ক্রেমলিন সমর্থিত দুইটি বিচ্ছিন্নতাবাদী এলাকায় রাশিয়ার সৈন্য মোতায়েনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের জবাবে প্রাথমিক সাবধানতার অংশ হিসেবে ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। খবর এএফপি’র।

হোয়াইট হাউসের এক মুখপাত্র সোমবার (২১ ফেব্রুয়ারি) বার্ত সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা মস্কোর আজকের সিদ্ধান্ত ও পদক্ষেপের জবাবে কাল রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পরিকল্পনা করছি। আমরা এমন ঘোষণার বিষয়ে আমাদের মিত্র দেশ ও অংশীদারদের সাথে সমন্বয় করছি।’

ইবাংলা/ ই/ ২২ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us