বই মার্কেটে আগুনে পুড়ে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেতের বই মার্কেটে আগুনে পুড়ে ও ভিজে নষ্ট হয়ে গেছে প্রায় সাড়ে তিন কোটি টাকার বই। পুড়ে গেছে ৩০ থেকে ৩৫টি দোকান। ব্যবসায়ীরা বলছেন, যতটা বই পুড়েছে তার চেয়ে বেশি ভিজে নষ্ট হয়েছে।
ফ্রেন্ডস বুক কর্নার। মঙ্গলবারের (২২ ফেব্রুয়ারি) আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর একটি বই পুড়লেও বাকিগুলো পানিতে ভিজেই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
রাজধানীর নীলক্ষেতে শাহজালাল বই মার্কেটে মঙ্গলবারের আগুনে পুড়ে ও ভিজে নষ্ট হয়েছে আরও ৩০ থেকে ৩৫টি বইয়ের দোকানের অন্তত সাড়ে ৩ কোটি টাকার বই।
ব্যবসায়ীরা বলছেন, নতুন বছরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য কিছুদিন আগেই এনেছিলাম বই গুলো। তবে ব্রিক্রির আগেই পুড়ে ছাই হয়ে গেলো ।
শুধু শাহজালাল মার্কেটই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের মার্কেটেরও। সেখানে আগুনের স্পর্শ না লাগলেও ফায়ার সার্ভিসের দেওয়া পানিতেই ভিজে গেছে বই। সন্ধ্যায় ওয়েল্ডিংয়ের কাজ চলা একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন।
ইবাংলা /জেএন / ২৩ ফ্রেব্রুয়ারি,২০২২