বয়স্ক ভাতার দুই শতাধিক কার্ড বিতরণ

রাকিব হাসান, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলা পাচখোলা ইউনিয়নে ২০০ ব্যক্তির মাঝে বয়স্ক ভাতা কার্ড বই বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৩ ফেব্রুারি) বিকালে পাঁচখোলা ইউনিয়ন পরিষদে জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বয়স্ক, অসচ্ছল, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতাভাতার ২ শতাধিক পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হয়।

Islami Bank

পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন মোল্লা (টুকু)এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কার্ড বিতরণ করেন মোঃ মাইনউদ্দীন,মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ মিজানুর রহমান।

one pherma

উক্ত কার্ড বিতরণ আয়োজনে পাঁচখোলা ইউনিয়ন পরিষদ। এসময় কার্ড বিতরণকালে উপস্থিত সম্মানিত নাগরিকদের সাথে বাল্য বিবাহ, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ে আলোচনা করা হয়। সকলেই বাল্য বিবাহ ও মাদকমুক্ত মাদারীপুর সদর উপজেলা গড়তে একমত পোষন করেন।

ইবাংলা/ ই/ ২৩ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us