দুই তরুণের পারফরম্যান্সে বেশি খুশি তামিম

ইবাংলা ডেস্ক

চট্টগ্রামরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিশ্চিত হার থেকে দুর্দান্ত পারফরম্যান্সে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। যাদের কল্যাণে এসেছে জয় তাদের জন্যেই বেশি খুশি হচ্ছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল খানের। ম্যাচসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তামিম।

Islami Bank

ক্রিকেট ইতিহাসে এমন জয় কখনও দেখেনি বাংলাদেশ। তাই শুরুতেই যখন ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, তখন হয়তো খেলা দেখায় বন্ধ করে দেন অনেকে। অধিনায়ক তামিম কিন্তু শেষ পর্যন্ত চোখ রাখেন মাঠে। আর শেষে জয়টা তার দলেরই। এতে আনন্দে আত্মহারা এই টাইগার দলনেতা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার অনুভূতি জানতে চান উপস্থাপক আতহার আলি খান। সেখানে জয়কে উপেক্ষা করেন আফিফ-মেহেদির প্রকাংশায় পঞ্চমুখ তামিম। দলের ড্যাশিং ওপেনার বলেন, ‘দুর্দান্ত এই জয়ে আমি খুশি হয়েছি ঠিকই কিন্তু এরপর বেশি খুশি হয়েছি আফিফ-মিরাজের পারফরম্যান্সে। তাদের খেলার ধরন দেখেই মনে হচ্ছি তারা পারবে।’

one pherma

উল্লেখ্য, ব্যাট হাতে প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি তামিম ইকবাল। আফগান পেসার ফজলে হক ফারুকীর বলে আউট হওয়ার আগে করেছেন মাত্র ৮ রান।

ইবাংলা/ এইচ/ ২৪ ফেব্রুয়ারি,২০২২

Contact Us