বৃদ্ধকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে নিজ ঘরের আঙ্গিনায় তন বিহারী চাকমা (৬০) নামে বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্প্রতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার টার দিকে খাগড়াছড়ি পৌরসভার সাত ভাইয়া এলাকায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ব্যক্তি পেশায় একজন কৃষক। তবে এ হত্যাকান্ড নিয়ে মুখ খুলছে না কেউই।

Islami Bank

তন বিহারী চাকমার ছেলে সুমন চাকমা জানান, তার বাবা ঘরের উঠোনে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে গুলির শব্দ শোনে ঘর থেকে বের হয়ে দেখে তার বাবার লাশ মাটিতে পড়ে আছে।

খাগড়াছড়ি সদর থানার এসআই বিকিরণ চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

one pherma

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান, তন বিহারী চাকমা চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

তবে এ হত্যাকান্ড নিয়ে মুখ খুলছে না স্বজন কিংবা স্থানীয়রা লাশ উদ্বার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

ইবাংলা/ ই/ ২৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us