বান্দরবানে ৪ ছেলেসহ বাবাকে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে চার ছেলেসহ বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

Islami Bank

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা ওসি আবুল কাসেম বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হয়। আমরা খবর পেয়েছি অনেক পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

one pherma

ইবাংলা/নাঈম/ ২৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us