দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬৬৭ নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০৬ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসাবে একদিনে করোনা শনাক্তের হার ৫.৪৮ শতাংশ। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেকে সুস্থ হয়েছে ৬ হাজার ৯৩৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন।
এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৯ হাজার ৫ জনে। ঐ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৫১৬ জনের শরীরে। তখন এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
ইবাংলা/নাঈম/ ২৫ ফেব্রুয়ারি, ২০২২