পিতা-পুত্রসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি

গ্রামবাসীর সাথে পূর্ব বিরোধের জের ধরে বান্দরবানে পিতা-পুত্রসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ্যা ইউনিয়নের আবুই ম্রো পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

Islami Bank

এ ঘটনার পর শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রুমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে লাশ উদ্ধার করে। নিহতরা হলো আবু ম্রো পাড়া পাড়া প্রধান (কারবারি) লুং ই ম্রো (৬৪), তার চার ছেলে রুনতুই ম্রো (৩৩) রেং ই ম্রো (৩০) মেওয়াই ম্রো (২৫) রিংরাও ম্রো (২০)।

গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানিয়েছেন বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ-বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত পাড়ার লোকজন এই ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

one pherma

পাড়ার লোকজনদের অভিযোগ ওই পরিবারটি পাড়ার মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে আসছিল। এতে পাড়ার লোকজন ওই পরিবারের উপর ক্ষুব্ধ ছিল। এদিকে ঘটনার পর রুমা থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে।

রুমা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী রকিব উদ্দিন জানান, বিরোধের জেরে প্রতিবেশীরা বাবা-ছেলেসহ পাঁচজনকে কুপিয়েছে বলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওনা দিয়েছে। টিমটি ফেরত আসলে বিস্তারিত জানা যাবে।

ইবাংলা/ ই/ ২৫ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us