ইউরোপা লিগ ড্র: সহজ প্রতিপক্ষ পেল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তুরস্কের ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে খেলবে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এছাড়া ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া প্রতিপক্ষ হিসেবে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে পেয়েছে। শেষ ষোলোর এই ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার।

Islami Bank

২০০০-০১ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে গেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে প্লে অফের ফিরতি লেগে নাপোলিকে তাদের মাঠেই ৪-২ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোয় ওঠে কাতালান ক্লাবটি।

শেষ ষোলোর প্রথম লেগ হবে আগামী ১০ মার্চ। একই মাসের ১৭ তারিখ হবে ফিরতি লেগ। বার্সেলোনা প্রথম লেগ খেলবে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর প্রতিবেশী দেশ দুটির ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দিয়েছে উয়েফা।

চলতি মৌসুমে একমাত্র রাশিয়ান দল হিসেবে এখনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় টিকে থাকা স্পার্তাক মস্কো শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাব লিপজিগকে। স্বাভাবিকভাবে ঘরের মাঠে খেলতে পারবে না দলটি।

one pherma

একনজরে ইউরোপা লিগের শেষ ষোলোর লাইনআপ:

রেঞ্জার্স-রেড স্টার বেলগ্রেড
ব্রাগা-মোনাকো
পোর্তো- লিওঁ
আতালান্তা-বায়ার লেভারকুজেন

সেভিয়া-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড
বার্সেলোনা-গ্যালাতাসারে
লাইপজিগ-স্পার্তাক মস্কো
রিয়াল বেতিস-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

ইবাংলা/নাঈম/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us