ইউক্রেনের নিরীহ মানুষকে সহায়তার অনুরোধ প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক

ইউনিসেফের একজন সদস্য হিসেবে বিশ্ববাসীর কাছে ইউক্রেনের নিরীহ জনগণের জন্য সহায়তার অনুরোধ জানিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে ইউক্রেনবাসীকে সহযোগিতার অনুরোধ জানান প্রিয়াঙ্কা।

ক্যাপশনে তিনি লিখেছেন, ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়াবহ। নিরীহ মানুষ তাদের এবং প্রিয়জনদের জীবন নিয়ে শঙ্কিত। দেশটির জনগণ ভয়ের মধ্যে বসবাস করছে। তারা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছেন। আধুনিক বিশ্বে এটি কতটা বিপর্যয়মূলক সমস্যায় সৃষ্টি করতে পারে তা বোঝা কঠিন। তবে এটি এমন পরিস্থিতি যা পরবর্তীতে বিশ্বজুড়ে প্রভাব ফেলবে।

ঐ পোস্টে যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনবাসীর জনজীবন নিয়ে যুক্তরাষ্ট্রের নাও দিস নিউজের একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যায়, আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে পাতালরেল স্টেশনে জড়ো হচ্ছে।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। ইউক্রেনের বড় বড় শহরগুলোর আনুমানিক এক লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে; কয়েক ডজন মানুষের মৃত্যুরও খবর পাওয়া গেছে।

ইবাংলা/নাঈম/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us