আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘কমিশনের দায়িত্বপ্রাপ্তরা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সমাজেও কখনও তাদের নিয়ে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ শোনা যায়নি। এসব বিবেচনায় নতুন নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শক্তিশালী হয়েছে বলে আমরা মনে করি।’
নতুন নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বে যারা এসেছেন তাদের স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। নতুন ইসি গঠনের প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন ক্ষমতাসীন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন তাকে আওয়ামী লীগ স্বাগত জানায়। নতুন কমিশনকে অভিনন্দন। নতুন কমিশনে সিইসি ও চার কমিশনার হিসেবে যারা এসেছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ কাজের জায়গায় মেধাবী, দক্ষ, নিরপেক্ষ ও সততার স্বাক্ষর রেখে এসেছেন।
‘কমিশনের দায়িত্বপ্রাপ্তরা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সমাজেও কখনও তাদের নিয়ে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ শোনা যায়নি। এসব বিবেচনায় নতুন নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শক্তিশালী হয়েছে বলে আমরা মনে করি।’ সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ ছাড়া নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।
ইবাংলা/নাঈম/ ২৬ ফেব্রুয়ারি, ২০২২