র‍্যাগিং প্রতিরোধে সতর্ক থাকবে কুবি’র প্রক্টরিয়াল টিম

আবু সাঈদ, কুবি প্রতিনিধি :

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে নির্দিষ্ট কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেয়। এ সকল শিক্ষার্থীরা অনেক স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পন করে। কিন্তু তার অন্তরালে র‍্যাগিং নামের একটা ভয় থাকে।

Islami Bank

দেখা যায় র‍্যাগিংয়ের শিকার হয়ে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আবার অনেকেই পড়ালেখাটাই ছেড়ে দেন। এ জন্যই র‍্যাগিং নিয়ে প্রথমদিন থেকে সতর্ক থাকছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল দল।

রোববার (২৭ ফেব্রুয়ারি) থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। এ উপলক্ষে প্রথম দিন থেকে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন।

one pherma

তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রথম ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসবে। তাদের সাথে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি।

প্রতিটা বিভাগের সভাপতি, প্রতিটা অনুষদের ডিন এবং সকল প্রভোস্টদের এ বিষয়ে সতর্ক থাকতে বলে দেয়া হয়েছে। আশা করি র‍্যাগিংয়ের মতো কোন ঘটনা ঘটবে না। তিনি আরো বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো। তারপরেও যদি কিছু ঘটে তাহলে আমাদের জানানো মাত্র ব্যবস্থা নিব।

ইবাংলা/ ই/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us