ভোক্তা অধিকার থেকে ৩ ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড

সাইদুর রহমান তসলিম,নরসিংদী :

নরসসিংদীর বেলাবোতে ভোক্তা অধিকার অধিদফতর এক বাজার তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বেলাবর একটি বাজারে এ জরিমানা করা হয়।

Islami Bank

ভোক্তা অধিকার নরসিংদী অফিস বেলাব উপজেলায়এক বাজার তদারকি অভিযান পরিচালনা করে। এতে বেলাব বাজার এলাকার বায়েজিদ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা, একই এলাকার জগত মিয়ার হোটেলকে ১০ হাজার টাকা ও মা ফার্মেসীকে কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

one pherma

বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব জরিমানা আদায় হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর, নরসিংদীর সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযানটি পরিচালনা করেন। অভিযান পরিচালনাকারি এই সহহকারী পরিচালকের সাথে যোগাযোগ করে এ জরিমানার খবরটি নিশ্চিত হওয়া গেছে।

ইবাংলা/ ই/ ২৭ ফেব্রুয়ারি, ২০২২

Contact Us