নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই বিএনপির

জেলা প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়ায় পদ্মার ভয়াবহ ভাঙন পরিদর্শন করার সময় নব-গঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু। আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া এই কমিশনের জন্যএকটি বড় চ্যালেঞ্জ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে তার নির্বাচনি এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মানদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি আরও বলেন , সংলাপে আসেননি, কোন প্রস্তাবও দেননি। অথচ আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন। বিএনপির এজেন্ডা সরকার উৎখাতের। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই।

তিনি নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মুখ আর দল দেখে নয়। সরাসরি আইন, সংবিধান দেখে আপনারা কাজ করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

ভাঙন নিয়ে ইনু বলেন, অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণ-বঙ্গের মধ্যে যোগাযোগের কুষ্টিয়া-ইশ্বরদী জাতীয় মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে।

উল্লেখ্য, মিরপুর অঞ্চলে পদ্মায় ভয়াবহ ভাঙনে ইতিমধ্যে কয়েক হাজার একর ফসলী জমি ও অসংখ্য বাড়িঘর বিলীন হয়েছে। ঠেকাতে জিও-টিউব দিয়ে জরুরি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে পানি ।

ইবাংলা/জেএন/২৭ফেব্রুয়ারি২০২২

Contact Us