৫০ কোটি টাকার মাদকসহ ৫ জন আটক

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জের

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১২ কেজি আইস, ১ লাখ পিস ইয়াবা ও ৩ শতাধিক বার্মিজ ইনজেকশনসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

Islami Bank

এর আগে বুধবার (২ মার্চ) রাতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন কাজিপুরা এলাকায় র‌্যাবের হেডকোয়াটারের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে এসব মাদক ও তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানা গেছে। তবে এ পর্যন্ত জব্দ হওয়া ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে র‌্যাব।

one pherma

র‌্যাব কর্মকর্তা লোফটেন্যান্ট কর্নেল খাইরুল জানান, বুধবার (২ মার্চ) রাতে মিয়ানমার থেকে চোরাই পথে এসব মাদক নিয়ে আসা হয়েছিল। পরে সোনাদিয়া ক্যানেল ও মেঘনা নদী হয়ে ঢাকার অভিমুখে মাদকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে চোরাচালানকারীদের অনুসরণ করা হয়। পরে যখন তারা (চোরাচালানকারীরা) মেঘনা নদী থেকে গজারিয়ায় নামে তখন ৫ জনকে আটক ও এসব মাদক জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫০ কোটি টাকা।

ইবাংলা/ টিপি/ ৩ মার্চ, ২০২২

Contact Us