সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু রোববার থেকে

আদালত প্রতিবেদক

করোনার প্রকোপ কিছুটা কমে আসায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আগামী রোববার (৬ মার্চ) থেকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে তিনি এ তথ্য জানান।

Islami Bank

সাইফুর রহমান বলেন, আগামী ৬ মার্চ রোববার থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

one pherma

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।

ইবাংলা/ টিপি/ ৩ মার্চ, ২০২২

Contact Us