ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত কোহিনুর বেগম (৩৭) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসমাইল হোসেন রকির স্ত্রী।

Islami Bank

সোমবার (৭ মার্চ) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার চরকাঁকড়া ৭নং ওয়ার্ডের বৈদ্য বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

one pherma

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইবাংলা/ জেএন/ ৭ মার্চ ২০২২

Contact Us