আদমদীঘিতে নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়। পরে উপজেলা সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু।

one pherma

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, আনছার ভিডিপির কর্মকর্তা নিরুপমা সরকার ও মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমূখ।

ইবাংলা/ জেএন/ ৮ মার্চ, ২০২২

Contact Us