অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৯ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা

গোলাম কিবরিয়া, বরগুনা

বরগুনা পৌর শহরের সদরঘাট জামে মসজিদ সংলগ্ন পশু হাসপাতাল সড়কের লেপ-তোষক পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ ব্যবসায়ীকে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মল্লিক।

মঙ্গলবার বিকেলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে এ নগত অর্থ প্রদান করেন। এসময়ে স্থানীয় কমিশনার ও প্যানেল মেয়র রইসুল আলম রিপন,স্থানীয় ব্যাক্তিবর্গ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এসময় বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, খবর শুনে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশের সহায়তা দেওয়া হয়েছে এবং তাৎক্ষনিকভাবে ওই দিন রাতেই আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে তাদের খোঁজ খবর নিয়েছি।

তিনি আরও জানান, দ্বিতীয় বারের মতো আমি সেখানে গিয়ে মানবিক দৃষ্টিতে যাদের দোকান ঘর পুঁড়ে ছাই হয়েছে তাদেরকে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে ভুক্তবোগী ১৯ ব্যবসায়ীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৭মার্চ) রাত পৌনে দশটার দিকে বরগুনা পৌরশহরের পশু হাসপাতাল সড়কে একটি তুলার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিশেই আশ-পাশের লেপ তোষক, বই, বশত ঘর ও ঔষধের দোকানসহ ১৯ টি দোকান ভস্মিবুত হয়।

পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তারা আগুন নিয়ন্ত্রনে আমতলী, বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আরও পাঁচটি ইউনিট এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ১০ কোটিরও বেশী টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হয়।

ইবাংলা/ জেএন/ ৮ মার্চ, ২০২২

Contact Us