খুলছে প্রাক প্রাথমিক স্কুল, ক্লাস ২ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস। বুধবার (০৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন (রোব ও মঙ্গলবার) ক্লাস হবে।

Islami Bank

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।

one pherma

ইবাংলা/ টিপি/ ৯ মার্চ, ২০২২

Contact Us