আকর্ষণীয় রূপে ফিরতে ঘাম ঝরাচ্ছেন দীঘি

বিনোদন ডেস্ক

ফিগার নিয়ে সমালোচকদের অনেক কথা শুনতে হয়েছে দীঘির। ঘরবন্দি থাকায় বেড়ে গিয়েছিল ওজনও। এবার ওজন কমিয়ে আকর্ষণীয় ফিগার নিয়ে হাজির হচ্ছেন শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী দীঘি। নিয়মিত যাচ্ছেন জিমে, মেনে চলছেন কড়া ডায়েটও।

Islami Bank

দীঘির ভাষ্য, মানুষের অনেক কথাই তো শুনতে হয়েছে। অবশ্য তারা আমাকে পছন্দ করে বলেই এমনটা বলছে। এবার শরীরচর্চায় ফোকাস করছি। নিয়মিত শরীরচর্চা করলে মন ভালো থাকে, আত্মবিশ্বাসও নতুন জিম সেন্টারটি ধানমন্ডিতে অবস্থিত। গত এক সপ্তাহ ধরে সেখানে নিয়মিত জিম করছি। দৈনিক দুই থেকে আড়াই ঘণ্টা সময় দিতে হচ্ছে। বেশ সুফল পাচ্ছি- এমনটাই মনে করেন দীঘি।

one pherma

তবে ওজন কত কেজিতে আনাতে চান সেটি এখনই বলতে চাইলেন না দীঘি। হঠাৎ ওজন কমানোর রহস্যে দীঘি জানান, সেটি এখনই বলতে চাই না। রহস্য তো আছেই। চমক দেবো, সব রহস্য উন্মোচন করবো। একটু অপেক্ষা করতে হবে। আমি একটা মাইন্ড সেটআপ করেছি। নির্দিষ্ট সময়ে আমার টার্গেটে পৌঁছাতে হবে। সবার কাছে দোয়া চাই যাতে ওই সময়ের মধ্যে আমি আমার আল্টিমেট গোলটা অর্জন করতে পারি।

ইবাংলা/ এশো/ ৯ মার্চ, ২০২২

Contact Us