ইবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ মার্চ

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ মার্চ। বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ মার্চ থেকে শুরু হবে।

Islami Bank

বুধবার (০৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। এদিকে, আসন খালি সাপেক্ষে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) পঞ্চম মেধা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

one pherma

তিন ইউনিটে পঞ্চম মেধাতালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ১৬৪ জন, ‘বি’ ইউনিটে ২৬৯ জন এবং ‘সি’ ইউনিটে ১০০ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। এ মেধাতালিকায় বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং ১৪ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ইবাংলা/ জেএন/ ৯ মার্চ, ২০২২

Contact Us