দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার

মিয়ানমার থেকে আসা কাঠ বোঝাই এক ট্রলারে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া গেছে। গর্জন কাঠ বোঝাই ট্রলারটিসহ ক্রিস্টাল মেথ আইসগুলো উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক করা হয়েছে মিয়ানমারের ৬ নাগরিককে।টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বৃহস্পতিবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

Islami Bank

কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বুধবার রাতে বিজিবির একটি টহল দল নাফ নদী মোহনায় একটি সন্দেহভাজন ট্রলারকে দেখে চ্যালেঞ্জ করে এবং থামার সংকেত দেয়। বিজিবির সংকেত পেয়ে ট্রলারটি গতি না থামিয়ে আরও বাড়িয়ে দেয়। এসময় স্পিডবোট নিয়ে ধাওয়া করে ট্রলারটি ঘেরাও করে। এসময় ট্রলারের পাটাতনের ভেতরে লুকায়িত অবস্থায় আইস উদ্ধার করা হয়।

one pherma

তিনি জানান, জব্দ করা কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে এবং আটক ৬ জনকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার ফকতু আইরাই গ্রামের মো. ইলিয়াস (৫৫), একই এলাকার মোঃ করিম (২০), মোঃ ইমাম হোসেন (২৭), মোঃ শাহ আলম (৩০), মোঃ ফোরকান ও একই গ্রামের আব্দুল হাফেজ (৪০)।

ইবাংলা/ টিপি/ ১০ মার্চ, ২০২২

Contact Us