ফেসবুকে মানহানিকর পোস্ট নিয়ন্ত্রণে হাইকোর্টের কমিটি গঠন

ইবাংলা ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে করনীয় নিয়ে একটি কমিটি গঠন করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Islami Bank

একই সঙ্গে এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

one pherma

বিষয়টিকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে, কমিটিকে যথাযথভাবে কাজ করতে আহ্বান জানানো হয়েছে। এর আগে, হাইকোর্টে রিটটি দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। তার পক্ষে আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।

ইবাংলা/ এশো/ ১০ মার্চ, ২০২২

Contact Us