করোনায় একদিনে ৫ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

ইবাংলা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫৭ জন। এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন।

Islami Bank

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮০১টি নমুনা। এরমধ্যে ৫ জনের মৃত্যু এবং ২৫৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন।

one pherma

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩২ শতাংশ।

উল্লেখ্য, আগের দিন বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিলো। শনাক্ত হয়েছিলো ৩২৭ জনের।

ইবাংলা/ এশো/ ১০ মার্চ, ২০২২

Contact Us