অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলা থেকে পরিচালনাকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃস্পতিবার (১০ মার্চ) রাতে সদর উপজেলা সন্ত্রাসমূলক ও নানা ধরণের অনৈতিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতিকালে সন্ধ্যায় আটক করা হয়।

Islami Bank

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন(১৮) বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো.আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের মো.ইমন (১৪)।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.শামীমুল এহসান নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কে অভিযান চালায়।

one pherma

এসময় ১টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।

নোয়াখালী জেলা গোয়ান্দা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ইবাংলা/ জেএন/ ১১ মার্চ, ২০২২

Contact Us