এবার তেলেগু সিনেমায় দেখা যাবে সালমান খানকে

বিনোদন ডেস্ক

তেলেগু সিনেমার হিন্দি রিমেকে নয়, এবার তেলেগু সিনেমাতেই দেখা যাবে সাল্লু ভাইকে। আলিয়া ভাট, অজয় দেবগণের পর এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় অনিভয় করতে যাচ্ছেন সালমান খান।

Islami Bank

জানা গেছে, চিরঞ্জীবির আসন্ন ছবি ‘গডফাদার’ এর মাধ্যমেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখবেন সালমান। মোহন রাজার মালয়ালম ছবি ‘লুসিফার’ এর রিমেক হলো গডফাদার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন চিরঞ্জীবি। একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের ভাইজানকে।

এই ছবির শুটিংয়ের জন্য মুম্বাই আসছেন চিরঞ্জীবি। তেলুগু সুপারস্টারের জন্য নিজের বিলাসবহুল বাগানবাড়িতে থাকার ব্যবস্থা করেছেন সালমান। এ মাসেই সিনেমার শুটিং শুরু হতে পারে।

one pherma

সোশ‍্যাল মিডিয়ায় এ সিনেমার টিজার শেয়ার করে সালমান লিখেছেন, আমরা সবাই যেন নিজের নিজের যত্ন নিই। টাইগার থ্রি আসছে ২০২৩ এর ঈদে। সবাই যেন দেখতে পারি। হিন্দি, তামিল ও তেলুগুতে ছবি মুক্তি পাবে।

ইবাংলা/ এশো/ ১১ মার্চ, ২০২২

Contact Us