গণিত দিবস উপলক্ষে ইবিতে র‌্যালি

ইবি প্রতিনিধি

আন্তর্জাতিক গণিত দিবস ২০২২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ম্যাথম্যা বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের সামনে এসে মিলিত হয়। পরে সেখানে কেক কাটেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

one pherma

এসময় বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক ড. সজীব আলী ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল আল মোহিতসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিভাগের সভাপতি ড. আনিছুর রহমান বলেন, ‘গণিতকে সহজ করে তোলা ও সর্বত্র তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

Contact Us