আশ্রয় নেওয়া স্কুলে রুশ বোমা হামলা

ইবাংলা ডেস্ক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই স্কুলে ৪০০ মানুষ আশ্রয় নিয়েছেলি, যাদের অধিকাংশই এখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।

Islami Bank

রোববার (২০ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

মারিউপোল শহরের কাউন্সিল জানিয়েছেন, রুশ হামলায় স্কুল ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ওই স্কুলে নারী, শিশু এবং বয়স্ক লোকজন আশ্রয় নিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিবিসি বলেছেন, মারিউপোলের সঙ্গে যোগাযোগ করা বেশ কঠিন, তাই ইউক্রেনের দাবিটি যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

one pherma

কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

ইবাংলা /জেএন /২০মার্চ ২০২২

Contact Us