বিপুল পরিমান চোরাই তেল জব্দঃ আটক ২ জন

মোংলা প্রতিনিধি:

মোংলার পশুরনদী থেকে চোরাই তেলসহ দুই ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

Islami Bank

রবিবার(২০ মার্চ) সকালে পশুর নদের ওমেরা এলপিজি প্লান্ট এর জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারে প্লাষ্টিক কন্টেইনারে করে নেয়ার সময় প্রায় চার হাজার লিটার তেল জব্দ করে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল।

one pherma

এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বেল্লাল সরদার(৩১) ও নুর আলম(৫৬) নামক দুই ব্যাক্তিকে আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিমজোন কতৃক এক মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, আটক ব্যাক্তি ও জব্দকৃত তেল পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা /জেএন /২০মার্চ ২০২২

Contact Us