মোংলা বন্দরে ইয়াবাসহ মাদককারবারী আটক

মোংলা প্রতিনিধিঃ

মোংলায় ইয়াবাসহ এক চিহ্নিত মাদককারবারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার(২২ মার্চ) দুপুরে মোংলা বন্দর কতৃপক্ষের বন্দর বিপনী মার্কেটের ১৭ নাম্বার দোকানে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।

Islami Bank

এসময় ওই দোকানের মালিক শিউলি বেগমের ছেলে আবদুল আলিম কে ৪৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাগেরহাটের পরিদর্শক মিলন বাবু এতথ্য নিশ্চিত করে জানান, পানির ব্যবসার আড়ালে ওই দোকানে বিভিন্ন প্রকার মাদক বেচা- কেনা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

আটক আলিম বন্দর বিপনী মার্কেট এলাকার আলোচিত নারী নেত্রী শিউলি ইয়াসমিন ও বন্দরের ঠিকাদার দেলোয়ার হোসেনের ছেলে। এদিকে বন্দরের বরাদ্ধকৃত প্লটে অবৈধ ব্যবসা করায় শিউলি ইয়াসমিনের নামে বরাদ্ধ দেয়া ১৭ নম্বর প্লটটির বরাদ্ধ বাতিল করেছে মোংলা বন্দরের সম্পত্তি শাখা।

one pherma

মোংলা বন্দর কতৃপক্ষের উদ্ধোতন উপব্যবস্থাপক ডি এম রওশন আলী সাক্ষরিত প্লট বরাদ্ধ বাতিলের একটি চিঠি শিউলি ইয়াসমিনকে পাঠানো হয়। এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিলন বাবু বাদী হয়ে একটি মামলা দায়ের শেষে বেলা সাড়ে তিন টার সময় পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহনের জন্য আবদুল আলিম কে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/ জেএন/ ২২ মার্চ, ২০২২

Contact Us