কাঠের গুদামে আগুনে নিহত ১১

ইবাংলা ডেস্ক

ভারতের একটি কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) ভোরে হায়দরাবাদের সেকান্দরাবাদে এ ঘটনা ঘটে।

Islami Bank

পুলিশ জানায়, আগুন ছড়িয়ে পড়লে গুদামটিতে আটকা পড়েন বিহার থেকে কাজ করতে আসা ১২ শ্রমিক। ভবনটির দোতলা থেকে লাফ দিয়ে এক শ্রমিক আগুন থেকে রক্ষা পেলেও ১১ শ্রমিক প্রাণ হারান।

গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

one pherma

কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে হায়দরাবাদের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগুনে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

ইবাংলা/ জেএন/ ২৩মার্চ, ২০২২

Contact Us