শেষ ওয়ানডেতে পঞ্চাশ ভাগ দর্শক

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পঞ্চাশ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন দেশটির সরকার। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্ক ও জোহানেসবার্গে অনুষ্ঠিত গত দুই ম্যাচে মাত্র ২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়।

Islami Bank

সুপার স্পোর্ট পার্কে দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ) বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে পঞ্চাশ ভাগ দর্শক প্রবেশ করবে। এক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের ৭২ ঘণ্টার মধ্যকার কোভিড পরীক্ষার সনদ বা টিকা সনদ দেখাতে হবে।

২০২১ সালের ১১ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় জনসমাগম সীমিত করা হয়। সে অনুযায়ী ক্রিকেট মাঠের গ্যালারিতেও চালু হয় একই আইন।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা পোলেতসি মোসেকি বলেছেন, ‘সিএসএ এই খবর পেয়ে রোমাঞ্চিত, যা এমন সময়ে আমাদের জন্য প্রয়োজন ছিল। এই সময়ে আমাদের ঘরোয়া ক্রিকেট পুরো দমে চলছে এবং বাংলাদেশ দল বর্তমানে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে সফরে রয়েছে।’

one pherma

পোলেতসি আরও বলেছেন, ‘আমাদের সমর্থকেরা দীর্ঘ সময় ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে, যাতে তারা স্টেডিয়ামে উপস্থিত হতে পারে এবং সরাসরি ক্রিকেট ম্যাচের অংশ হতে পারে। আমরা আমাদের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে থাকার জন্য এবং তাদের আমন্ত্রণ জানাই একসঙ্গে খেলা দেখার।’

বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় সেঞ্চুরিয়ানের স্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে সিরিজের অলিখিত ফাইনাল ম্যাচটিও।

ইবাংলা/ জেএন/ ২৩মার্চ, ২০২২

Contact Us